রোজা কি-রোজার নিয়ত বাংলা অর্থ সহ

আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য রোজা নিয়ে কিছু আলোচনা তুলে ধরবো। রোজা কি? রোজা কেন রাখা হয়? রোজার নিয়ত, রোজার নিয়ত বাংলায়, আরবিতে, রোজার নিয়ত কখন করতে হয়, এগুলো আমরা অনেকেই জানি না। তাই আজ আপনাদের জন্য আজকের এই পোস্টে এই বিষয়গুলো আলোচনা করা হলো।

রোজা কি?

শাওম হচ্ছে আরবি শব্দ যার অর্থ রোজা। আরবি বারো মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের 30 টা দিন আমরা 30 টা রোযা রাখি। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল ইন্দ্রিয় পানাহার থেকে বিরত থাকাকে রোজা বলে। রোজা থাকা কালিন কোনো কিছু খাওয়া যাবেনা। রোজা রাখা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তার প্রতি সদয় হন। তাকে নেক হায়াত দান করেন, তার পরিবারে বরকত দান করেন, রহমত দান করেন।

ইসলামে রোযা রাখাকে ফরজ করা হয়েছে । ১০ বছর বয়স হলে রোজা রাখা ফরজ। রোজা এমন একটি ইবাদত যা বান্দাকে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করে। যে ব্যক্তি রোজা পালন করেন, তার মধ্যে আল্লাহর ভয় থাকে। এজন্য তিনি সকল অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকেন।রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহ ও তাঁর বান্দাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়। আরবি মাস গুলোর মধ্যে রমজান মাস হচ্ছে সবচাইতে উত্তম ও পবিত্র, যে মাসে আমরা রোজা রাখি।

এই রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজীদ নাযিল করেছেন। তাই রমজান মাস মুসলমানদের জীবনে সর্বোত্তম মাস । রোজা রাখলে মানুষের কিছু খারাপ অভ্যাসগুলো দূর হয়ে যায়, মানুষের রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং মানুষের শারীরিক উন্নতি ঘটে। কিছু মানুষ আছে যাদের কিছু খারাপ অভ্যাস আছে। যেমন ধূমপান করা, মদ্যপান করা । কিন্তু সেই ব্যক্তি যদি সারাদিন রোজা রাখে , তাহলে তার এই অভ্যাসগুলো থেকে তিনি বিরত থাকতে পারেন এবং ধীরে ধীরে তার এই অভ্যাস গুলো বদলে যায়। রোজা রাখা অবস্থায় আমরা মিথ্যে কথা বলতে পারি না, তাতে গুনাহ হয়।

সুতরাং রোজা এমন একটি বিষয় যা মানুষের চরিত্রের উন্নতি করে, স্বাস্থ্যের উন্নতি করে এবং মানুষের সাথে আল্লাহর একটা সেতুবন্ধন তৈরি করে। তাই আমাদের প্রত্যেকের উচিত রমজান মাস রোজা রাখা এবং অন্যকেও রোজা রাখতে উৎসাহিত করা।

আমরা কেন রোজা রাখি

আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার অনেক মাধ্যম রয়েছে। তিনি মানুষের উপর দুটো জিনিস অর্পণ করেছেন। একটি হচ্ছে ফরজ অর্থাৎ যা অবশ্যই পালন করতে হয় এবং অপরটি হচ্ছে হারাম যা বর্জন করতে হয়। আল্লাহর দেয়া ফরজ গুলোর মধ্যে রোজা হচ্ছে একটি অন্যতম ফরজ যা অবশ্যই পালন করতে হয়। এই রোজা পালনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
কারণ রোজা রাখা হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এবং এর প্রতিদান আল্লাহ নিজ হাতেই দেবেন। রোজা মানে শুধু ইন্দ্রিয় পানাহার থেকে বিরত থাকা নয়, রোজা হচ্ছে আল্লাহর দেওয়া ফরজ গুলোর মধ্যে একটি অন্যতম ইবাদত। আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য ।তাই অত্যাবশ্যকীয় ভাবে আমাদের রোজা রাখা উচিত।

রোজার নিয়ত

বাংলা উচ্চারনঃ- (নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।)

বাংলা অর্থঃ- হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ থেকে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

 

Leave a Comment